Header Ads

ভারত এবং ভারতের বাইরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ০৪/০২/২০২১

 ভারত এবং ভারতের বাইরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর  ০৪/০২/২০২১  ।। 

১।2021 এর অলিম্পিক হবে টোকিওতে। 

২।গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এডোয়ার্ড জেনার। 

৩।পিঁপড়ের অধ্যায়ন কে এন্টোমলজি বলে। 

৪।oled এর পুরো নাম Organic light emitting diode. 

৫।ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ। 

৬।কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বেতে হাজার 1885 সালে হয়।

৭।বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা 2015 সালে শুরু হয়। 

৮।ভারতের ইন্দোর শহরে ক্লিনেস্ট সিটি ২০২০ তাকমা পেয়েছে ।

৯।ভারতের মোট 24.56 শতাংশ বনভূমি রয়েছে ।

১০।অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যের নাম হল কুচিপুড়ি। 

১১।ভারতের কেরালা রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি। 

১২।বট গাছের বৈজ্ঞানিক নাম ফিকাস বেঙ্গা লেন্সিস ।

১৩।ইসরো প্রতিষ্ঠিত হয় 15 ই আগস্ট 1969 সালে ।

১৪।সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করার অধিকার পাঁচটি দেশ রয়েছে। 

১৫।আর্য ভট্ট উপগ্রহ হাজার 1965সালের 19 April  উৎক্ষেপণ করা হয়েছিল ।

১৬।মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায় রয়েছে। 

১৭।প্রথম কম্পিউটারের নাম হলো ENIAC.

১৮।নোবেল পুরস্কারের 6 বিষয়ের উপর দেওয়া হয় ।

১৯।15 তম অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন এন কে সিং ।

২০।বলের এস আই একক হল নিউটন। 

২১।রাজ্যসভার সদস্য সংখ্যা ২৫০ জন। 

২২।দুই হাজার কুড়ি সালে ভারতরত্ন পেয়েছিলেন প্রণব মুখার্জি নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকা। 

২৩।কাল বেলিয়া রাজস্থান রাজ্যের নৃত্য। 

২৪।কেবাই উৎসব ছত্রিশগড়ে পালিত হয় ।

২৫।ডি আর ডি ও এর চেয়ারম্যান হলো সতীশ রেড্ডি। 

২৬।হাংগার ইনডেক্স এ ভারতের স্থান রয়েছে 102 তম। 

২৭।ভিটামিন সি এর অপর নাম হল অ্যাসকরবিক অ্যাসিড। 

২৮।মানবদেহের সবথেকে বড় গ্রন্থি হল যকৃত। 

২৯।মস্তিষ্কের  Parietal lobeঅংশটি ঘ্রাণশক্তি নিয়ন্ত্রণ করে। 

৩০।ইনসুলিনের অভাবে মধুমেহ রোগ হয়। 

৩১। ১কেবি =১০২৪ বাইট। 

৩২।DHCP এর পুরো নাম  dynamic host configuration protocol. 

৩৩।ACTH অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। 

৩৪।গোয়ার মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ শাওয়ানত। 

৩৫।তেলেঙ্গানার প্রতিষ্ঠিত হয় 2 জুন 2014 সালে ।

৩৬।1924 এর কংগ্রেস অধিবেশনে মহতমা গান্ধী সভাপতিত্ব করে ।

৩৭।মহাবীর এর অপর নাম হল বর্ধমান। 

৩৮।oced এর সদরদপ্তর প্যারিস এবং ফ্রান্সে অবস্থিত। 

৩৯।রায়তওয়ারি বন্দোবস্ত টমাস মনরো চালু করেন। 

৪০।জোজিলা সুরঙ্গ মানালি এবং লে স্থান কে যুক্ত করেছে।

৪১।রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। 

৪২।আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি হলেন জো বাইডেন। 

৪৩।কমনওয়েলথ গেমস 2022 এ বার্মিংহাম ইংল্যান্ডে হবে। 

৪৪।বাংলা বিভাজন 16 ই অক্টোবর 1905 সালে লর্ড কার্জন এর আমলে হয়।

৪৫।ibm (International Business Machine) এর ceo হলেন অরবিন্দ কৃষ্ণ। 

৪৬।দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। 

৪৭।মানবদেহের সবথেকে শক্তিশালী হার হল চোয়ালের হাড়। 

৪৮।মার্বেলের সংকেত হলো CaCo3. 

৪৯।একটি উপধাতু হলো Si. 

৫০।আলো হলো শক্তি। 

৫১।পরমাণুর গঠন রাদারফোর্ড এবং বোর তৈরি করেন।

৫২।বাংলার মোট দৈর্ঘ্য ৪১৫৬কিলোমিটার। 

৫৩।কামানি গ্রন্থ জয়শংকর প্রসাদ লেখেন। 

৫৪।Henley passport index 2020 এ জাপান দেশ প্রথম স্থান অধিকার করে। 

৫৫।দুই হাজার কুড়ি সালে ঔষধ এ নোবেল পুরস্কার পান Harvey J. Alter, Michael Houghton and Charles M. Rice.    

 

 

উপরের প্রশ্ন এবং উত্তর গুলো যদি কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ইনবক্সে কমেন্ট অবশ্যই করে জানাবেন ।

 

আমার দেওয়া এই প্রশ্ন এবং উত্তর গুলি যদি আপনার একটুকু সাহায্য করে থাকে তাহলে আপনি আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন ।।

 

কেননা আপনার একটি শেয়ার কারোর জীবন বদলাতে পারে ।।

 

ধন্যবাদ সকল বন্ধুদেরকে ।।

No comments

Powered by Blogger.