Header Ads

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ০২/০১/২০২১.

 

 পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ০২/০১/২০২১.


১।সংবিধান দিবস পালিত হয় 26 শে নভেম্বর। 

২।PMKVY এর পুরো নাম  Pradhanmantri Kaushal Vikas Yojana. 

৩।ATP এর পুরো নাম  অ্যাডিনোসিন ট্রাইফসফেট। 

৪।Lime Water এর সংকেত Ca(OH)2.

৫।সর্বেশ্বর মন্দির আসামে অবস্থিত। 

৬।Steel Authority of India Limited এর ceo হলেন অনিল কুমার চৌধুরী। 

৭।fat এর পুরো নাম file allocation table. 

৮।সাঁচি স্তুপ কোন ১৯৮৯ সালে ইউনেস্কো World Heritage site এর তালিকায় নথিভুক্ত হয় এর অবস্থান হল মধ্যপ্রদেশে। 

৯।ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হলেন শক্তিকান্ত দাস। পূর্বে ছিলেন উর্জিত প্যাটেল। 

১০।প্রোটন কণা আবিষ্কার করেন রাদারফোর্ড। 

১১।কেরলের মুখ্যমন্ত্রী হলেন pinarayi vijayan.

১২।জাপানের প্রধানমন্ত্রী হলেন yoshihide suga.

১৩।ভুটানের রাজধানী থিম্পু। 

১৪।চন্দ্রযান 2 - 22 শে জুলাই ২০১৯সালে চালু হয় ।

১৫।যে রাশি  গুলোতে মান থাকে কিন্তু অভিমুখ থাকে না তাকে স্কেলার রাশি বলা হয়। 

১৬।covid kavach লঞ্চ করেন insurance regulatory and Development Authority Indian government. 

১৭।ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে  ২০২০ এর থিম ছিল biodiversity. 

১৮।HTTP এর পুরো নাম হল hypertext transfer protocol. 

১৯।gst হল অপ্রত্যক্ষ কর । 

২০।চন্দ্রযান 2 পাঠানো হয় GSLV MK 2.

২১।ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল কাঞ্চনজঙ্ঘা এবং এর উচ্চতা হল 8586 মিটার। 

২২।রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান বিশ্বনাথ আনন্দ 1992 সালে.

২৩।পিত্তরস থাকে যকৃতে। 

২৪।সংবিধানের 108 ধারা হলো  লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের অধিবেশনে রাষ্ট্রপতি আহ্বান করেন এবং স্পিকার সভাপতিত্ব করেন। 

২৫।কোষ এর আবিষ্কর্তা হলেন রবার্ট হুক। 

২৬।কোষের নিউক্লিয়াস এর আবিষ্কর্তা হলেন রবার্ট ব্রাউন। 

২৭।থিওরি অফ রিলেটিভিটি প্রদান করেন অ্যালবার্ট আইনস্টাইন। 

২৮।স্বরাজের দাবি করা হয় হাজার 1906 সালে দাদাভাই নওরোজি কলকাতা থেকে। 

২৯।ভারতবর্ষে পঞ্চাশটি টাইগার রিজার্ভ আছে। 

৩০।ফকির বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মজনু শাহ 1776 খ্রিস্টাব্দে। 

৩১।আইসিসি এর সদর দপ্তর হল দুবাই। 

৩২।আইসিসি এর চেয়ারম্যান হলেন Gray Barkle.. এটি স্থাপিত হয় ১৯০৯ সালে। 

৩৩। Human Development Index এ প্রথম স্থান  আছে নরওয়ে, ভারতের স্থান ১৩১...।

 ৩৪। তেলেঙ্গানার রাজ্যপাল হলেন তামিলিসাই সুন্দর রজন। 

৩৫।বাবর এর বাবা ছিলেন ওমর শেখ মির্জা। 

৩৬।কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় CPU কে। 

৩৭।চাঁদের ভ্রমণের সময় গণহারে কোনো প্রভাব পড়বে না সর্বত্র একই রকম গন। 

৩৮।মুকুর্থি জাতীয় উদ্যান নীলগিরির তামিলনাড়ুতে অবস্থিত। 

৩৯।আলোকবর্ষের একটি ইউনিট হল distance. 

৪০।অমিতাভ ঘোষ কে 2018 সালের ডিসেম্বর মাস এ জনান পিঠ পুরস্কার দেওয়া হয়।

৪১।সারিকালচার হল রেশম চাষ। 

৪২।চাঁদের ঘনত্ব হল ৩.৩৪gm/cm3.

৪৩।us open 2020 (male) জিতেছে   ডমিনিক থিয়েম। 

৪৪।common  youth game অনুষ্ঠিত হয় বেলফাস্টে,  যেটি উত্তর আয়ারল্যান্ড এ অবস্থিত। 

৪৫।বাংলা বিভক্ত হওয়ার সময় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। 

৪৬।সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত। 

৪৭।গোবি মরুভূমি মঙ্গোলিয়া এবং চীনে অবস্থিত। 

৪৮।চন্দ্রযান 2 চালু হয় বাইশে জুলাই 2019 সালে। 

৪৯।রাজতরঙ্গিনীর লেখক হলেন কলহন। 

৫০।নারি দিবস পালিত হয় ৮ march. 

৫১।ওজোন দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। 

৫২।DRDOপ্রধান হলেন সতীশ রেড্ডি। 



উপরের প্রশ্ন এবং উত্তর গুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। 


এই প্রশ্নগুলি যদি আপনার একটুকু হেল্প বা সাহায্য হয়ে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। 

আপনার একটি শেয়ার কারোর জীবন বদলাতে পারে। 


ধন্যবাদ আমার সকল প্রিয় বন্ধুদের কে। 


 

 

No comments

Powered by Blogger.