Header Ads

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এককথায় আলোচনা করা হলো

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এককথায় আলোচনা করা হলো ।। 

 ১।কোল ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন প্রমোদ আগরওয়াল। 

২।ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টাইটেল জয়ী প্রথম ভারতীয় ক্রীড়াবিদের নাম হলো পিভি সিন্ধু। 

৩।২০৩০সালের মধ্যে ভারতকে এইডস বা এইচআইভি মুক্ত করার লক্ষ্য গ্রহণ করেছে ভারত সরকার। 

৪।নেশনাল হেলথ মিশন এর অধীনে free-medicine স্কিম রূপায়নে প্রথম স্থান দখল করেছে রাজস্থান। 

৫।ভারতের প্রতিরক্ষা সচিবের পদে নিযুক্ত হয়েছেন অজয় কুমার।

৬।গুগোল সম্পথিজে এন্ড্রয়েড ভার্সন লঞ্চ করেছে তার নাম হলো অ্যান্ড্রয়েড টেন। 

৭।4th United States India Maritime security dialogue অনুষ্ঠিত হয়েছে ক্যালিফোর্নিয়াতে। 

৮।time 2019 list of 100 greatest places in the world স্থান পেয়েছে ভারতীয় স্থাপত্য Statue of Unity. 

৯।২০১৯ সালের একুশে আগস্ট পি চিদাম্বরম রাজনীতিবিদকে গ্রেপ্তার করে সিবিআই। 

১০।২০১৯সালের কুড়ি আগস্ট গোটা ভারত বর্ষ জুড়ে রাজীব গান্ধীর ৭৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।

১১।ভুটান দেশের মাংছেদ জলবিদ্যুৎ  প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

 ১২।সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুটানের যে কার্ড লঞ্চ করেছে তার নাম হলো রূপে কার্ড। 

১৩।মোটর sports-world টাইটেল জয়ী প্রথম ভারতীয় হচ্ছে ঐশ্বর্য পিসায়।

১৪। fifth BRICS minister of environment meeting অনুষ্ঠিত হয়েছে সাও পাউলো বা ব্রাজিলে। 

১৫।2019 সালের সেরা ছবি রূপে জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে হেল্লারো।

১৬।রাজস্থান রাজ্যের বিধানসভায় পাস হয়েছে আন্টি মব লিঞ্চিং যেখানে অপরাধীদের সারাজীবন কারাদণ্ডের সংস্থান রয়েছে। 

১৭।সুষমা স্বরাজ সম্প্রতি প্রয়াত  হয়েছেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।

১৮।সম্প্রতি প্রকাশিত রিসারজেন্ট ইন্ডিয়া নামক গ্রন্থটির গ্রন্থাগার হলেন বিমল জালান। 

১৯।সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করেছে ভারতীয় সংসদ। 

২০।GDP ranking 2018 ভারতের রেঙ্ক হল 7   । 

২১।ব্যাঙ্ক অফ ঘানা ব্যাংকে ভারতের রেগুলার ব্যাঙ্কিং পরিষেবা প্রদান এর অনুমতি দিয়েছে আর বি আই। 

২২।এনসিবি গভারমেন্ট এজেন্সি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন রাকেশ আস্তানা। 

২৩।2019 সালের শিলং শহরে অনুষ্ঠিত হয়েছে 22nd National Conference on e-governance. 

২৪।বেঙ্গালুরু শহরে ভারত এবং ইংল্যান্ড যৌথভাবে লঞ্চ করেছে  Innova renting for clean air intetive. 

২৫।গুজরাট রাজ্যে লঞ্চ করেছে  vali Dikri Yojana. 

২৬।মধ্য প্রদেশের গভর্নর পদে নিযুক্ত হয়েছেন লালাজি ট্যান্ডন। 

২৭।টিম ইন্ডিয়ার অফিশিয়াল স্পনসর byju's. 

২৮।মস্কো শহরে তৈরি হতে চলেছে ISRO technical listen unit. 

২৯।R 27 air to air missile ক্রয়ের জন্য রাশিয়া দেশের সাথে  1500 কোটি টাকার একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত। 

৩০।গুয়াহাটি শহরে অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া ইউঠ গেমস ২০২০ সালে। 

৩১।ইন্দো তিব্বত বর্ডার পুলিশ বা আইটিবিপি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন এস এস দেশওয়াল। 

৩২।পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নর পদে নিযুক্ত হয়েছেন জগদীপ ধনকর। 

৩৩।ভারতে ইলেকট্রিক ভেহিকেলস এর ওপর জিএসটির রিভিউজ  রেট হল 5 পার্সেন্ট। 

৩৪।কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধের বিষয়ে পরামর্শ দানের জন্য গঠিত প্যানেলের প্রধান অমিত শাহ। 

৩৫।MTNL এরcmd পদে নিযুক্ত হয়েছেন সুনীল কুমার। 

৩৬।মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা সচিব এর নাম মার্ক এসপার। 

৩৭।বাংলাদেশ  দেশের প্রাক্তন বিচারপতি সম্প্রতি কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। 

৩৮।imf এর প্রকাশিত প্রতিবেদন world economic Outlook July 2019 অনুযায়ী এ দুই হাজার কুড়ি 21 সালে  অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির উন্নয়নের হার হবে জিডিপির ৭.২%। 

৩৯।ভারতে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সকল প্রাইভেট জবের ৭৫% সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসকারী দের জন্য সংরক্ষিত করা হয়েছে। 

৪০।ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম বরিস জনসন। 

৪১।কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন এইচ বি কুমার স্বামী। 

৪২।উত্তর প্রদেশের গভর্নর পদে নিযুক্ত হয়েছেন আনন্দিবেন প্যাটেল। 

৪৩।ইংল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন অমিতা প্রসাদ। 

৪৪।তিরুবনন্তপুরম কেরল তৈরি হবে ভারতের প্রথম স্পেস টেকনোলজি পার্ক। 

৪৫।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন বিবেক কুমার। 

৪৬।2019 সালে পর্তুগিজ লীগ চলাকালীন ভারতের 64 তম গ্র্যান্ডমাস্টার রূপে আত্মপ্রকাশ করেছেন পৃথু গুপ্তা। 

৪৭।ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার রূপে আইসিসি হল অফ ফেম-এ অন্তর্ভুক্ত হয়েছেন শচীন টেন্ডুলকার। 

৪৮।তামিলনাড়ুতে নবগঠিত দুটি জেলার নাম প্রিয়াঙ্কা চেঙ্গলপাট।

 

 

 

 thanks.. 

 

Comment bellow...


No comments

Powered by Blogger.