Header Ads

PVC আধার কার্ড কিভাবে করবেন?

 PVC  আধার কার্ড কিভাবে করবেন? 

প্রথমে জানব পিভিসি আধার কার্ড কি রকম দেখতে হয়? এবং পিভিসি আধার কার্ড কাকে বলে? 

তোমরা অবশ্যই দেখেছ এটিএম কার্ড প্যান কার্ড ঠিক যেমন শক্ত ঠিক সেইরকম ই আধার কার্ড গুলিকে বলা হয় পিভিসি আধার কার্ড।এই আধার কার্ড দিয়ে করতে গেলে মাত্র 50 টাকা খরচা হবে। 

চলো নিচে আলোচনা করা যাক কিভাবে এই আধার করা হয়??  তা নিচে আলোচনা করা হলো 👇👇👇👇

 

১। আধার কার্ডের অফিশিয়াল পেজে প্রথমে তোমাকে আসতে হবে । 

 ২।তারপরে নিচে যেতে হবে order Aadhar PVC card এই অপশনটাতে। 

৩।যখনই ওই অপশনটিতে ক্লিক করা হবে তখনই একটি লগইন পেজ খুলে যাবে এবং সেখানে আধার কার্ডের নাম্বার এবং সিকিউরিটি কোড দিয়ে  log in করতে হবে। 

৪। Log in  করবার পর রেজিস্টার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে, এবং সেই ওটিপি দিয়ে লগইন করতে হবে। 

যাদের মোবাইল নাম্বার রেজিস্টার করা নাই তারা mobile is not register এই অপশনটিতে ক্লিক করবে এবং সে নাম্বারটি ইনপুট করবে এবং সেই নাম্বারে ওটিপি যাবে এবং ঐ ওটিপি দিয়ে লগইন করতে হবে। 

৫।যখনই লগইন করা হবে ওটিপি দ্বারা তখনই তোমার আধার কার্ডের নাম ঠিকানা সমস্ত কিছু দিয়ে দেবে। 

৬। আধার কার্ডের সমস্ত কিছু তথ্য সঠিক থাকে তবে তুমি ওখানে ক্লিক করবে  proceed option এ।। 

৭।এবং তোমার পিভিসি আধার কার্ড করার জন্য যে 50 টাকা কাটা হবে সেই টাকাটা  কেটে পেমেন্ট অপশন এ নিয়ে যাবে। 

৮।Google pey, phone pey,  Or Any UPI, অথবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বদ নেট ব্যাংকিং এর মাধ্যমে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে। 

৯।পেমেন্ট হয়ে যাওয়ার পর মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে আসবে ইউর পেমেন্ট সাকসেসফুল । এবং সেখান থেকে রেফারেন্স নাম্বার দেওয়া হবে। 

১০।ওই রেফারেন্স নাম্বার দিয়ে তুমি তোমার অর্ডার স্ট্যাটাস চেক করতে পারবে। 

১১।ওয়েদার টেটাস চেক করার জন্য প্রথমে আধার কার্ড অফিশিয়াল পেজ আসতে হবে তারপর একদম নিচে চেক ইয়োর  অর্ডার স্ট্যাটাস অপশনে ক্লিক করে সেখানে রেফারেন্স নাম্বারটি দিয়ে লগইন করতে হবে। এবং সেখানেই দেখিয়ে দেবে তোমার আধার কার্ড দিয়ে কিভাবে আছে প্রিন্টিং হচ্ছে নাকি হচ্ছে সেগুলো সব দেখিয়ে দেবে।।।।

অবশেষে আমি আমার নিজের আধার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে পিয়ন এসে আমার বাড়িতে দিয়ে গেল।। 


এবং আধার কার্ড টা দেখতে খুবই সুন্দর এবং খুবই খুবই খুবই ভালো লাগলো দেখতে এবং এই আধার কার্ড যে আমি সব সময় আমার ব্যাগের মধ্যে অর্থাৎ মানি ব্যাগের মধ্যে নিয়ে বের হতে পারি।।।




যদি উপরের দেওয়া তথ্য থেকে আপনার একটুকু সাহায্য হয়ে থাকে তাহলে ইনবক্স এ অবশ্যই কমেন্ট করে জানান। 

 

No comments

Powered by Blogger.