Header Ads

কি আছে কৃষি বিল ২০২০ এ কেন এই বিল নিয়ে উত্তাল হল সংসদ?

 কি আছে কৃষি বিল  ২০২০ এ কেন এই বিল নিয়ে উত্তাল হল সংসদ? 

বেশ কয়েকটি বিরোধীদলের পড়া প্রতিরোধের মধ্যেই নরেন্দ্র মোদি সরকার রবিবার রাজ্যসভায় কৃষি ক্ষেত্র সংক্রান্ত তিন টেবিল উপস্থাপন করেছে। গত শুক্রবারে লোকসভায় এই তিনটে বিল পাস হয়েছিল। সরকারের দাবি কৃষিপণ্যের বাণিজ্যের উদারীকরণ নীতির লক্ষ্য। তবে কেন বিরোধী দলগুলি এই তিনটে বিলের বিরোধিতা করছে?  

ঠিকই আছে এই বিলগুলোতে আসুন জেনে নেওয়া যাক 

১।কৃষকদের উৎপাদন ব্যবসা ও বাণিজ্য (প্রচার ও সুবিধা)  বিল ২০২০.


বিধান - 

★প্রথম বিলটি কৃষি বাজার সংক্রান্ত। এই বিলে বলা হয়েছে এমন একটি বাস্তুতন্ত্র তৈরি করা হবে যেখানে কৃষক এবং ব্যবসায়ীরা রাজ্যের কৃষি পণ্য বাজার কমিটির আওয়াতায় নিবন্ধিত কৃষি মন্ডল এর বাইরে খামারজাত পণ্য ক্রয়-বিক্রয় এর স্বাধীনতা পাবেন। 

★রাজ্যের ভিতরে ও বাইরে কৃষি উৎপাদনের বাণিজ্য বাধামুক্ত হবে। 

★বিপণন ও পরিবহন ব্যয় কমবে যার ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের আরো ভালো দাম পাবেন। 

★কৃষকদের ই-কমার্সের জন্য একটি সুবিধাজনক পরিকাঠামো সরবরাহ করবে এই বিল। 


বিরোধী দলগুলির আপত্তি ----

★বিরোধী দলগুলি জানিয়েছে এই ব্যবস্থার ফলে রাজ্যগুলির রাজস্ব সংগ্রহের বড় হতে হবে। কারণ কৃষকরা নিবন্ধিত মন্ডল এর বাইরে তাদের উৎপাদিত পণ্য ক্রয় শুরু করলে রাজ্য মান্ডি ফ্রি পাবে না। 

★এছাড়া তারা প্রশ্ন তুলেছে যদি সম্পূর্ণ কৃষি বাণিজ্য মাঠের বাইরে চলে যায় সেই ক্ষেত্রে রাজ্যের নিযুক্ত কমিশন এজেন্ট দের কি হবে? 

★সেই সঙ্গে এই বিল শেষ পর্যন্ত এমএসপি ভিত্তিক অর্থাৎ সরকারের বেঁধে দেওয়া ন্যূনতম সমর্থক মূল্যে ক্রয় ব্যবস্থার অবসান ঘটবে। 

★পি এন এ এম আর তার সহকারী কৃষি পণ্য বিক্রয়ের অনলাইন প্লাটফর্ম এর মত বৈদ্যুতিন বাণিজ্য  সংস্থাগুলি কৃষি নদীগুলির পরিকাঠামোয় ব্যবহার করে। ব্যবসা-বাণিজ্যের অভাবে যদি মানুষগুলি ধ্বংস হয়ে যায় সেই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ কি হবে সেই নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। 


২।কৃষকদের ক্ষমতায়ন এবং সুরক্ষা মূল্য আশ্বাস এবং খামার পরিষেবার চুক্তির বিল ২০২০..

বিধান ---

★এই বিলটি চুক্তিভিত্তিক চাষ সংক্রান্ত। এতে বলা হয়েছে কৃষকরা ভবিষ্যতের কৃষি পণ্য বিক্রির জন্য কৃষি বাণিজ্য সংস্থা, প্রক্রিয়া কারক সংস্থা, হোলসেলার এবং পাইকারি ব্যবসা দার, রপ্তানিকারক বা বড় মাপের খুচরা বিক্রেতাদের সঙ্গে পাক সম্মত মূল্য চুক্তি করতে পারবেন। 

★এই চুক্তির মাধ্যমে 5 হেক্টরের কম জমির মালিক প্রান্তিক ক্ষুদ্র কৃষকরা লাভবান হবেন। (ভারতের মোট কৃষকদের ৮৬ অংশই প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক)

★এতে করে অপ্রত্যাশিত বাজারের ঝুঁকিয়ে কৃষকদের কাছ থেকে তাদের স্পন্সর সংস্থাগুলির কান্দে স্থানান্তরিত হবে। 

★আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষকদের আরো ভালো তথ্য পেতে সক্ষম করবে। 

★বিপণনের ব্যয় কমিয়ে কৃষকদের আয় বাড়াবেন। 

★মধ্যস্থ কারীদের এরিয়া কৃষকরা সরাসরি বিপণনে জড়িত থেকে সম্পূর্ণ দাম নিজেরাই পেতে পারবেন। 

★প্রতিকারের সময়সীমা বেঁধে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির কার্যকারী প্রক্রিয়া তৈরি করা হবে। 

 

বিরোধী দলগুলির আপত্তি ----

★চুক্তি চাষ এর ব্যবস্থাপনায় কৃষকদের ক্ষতি হবে। কারণ তারা চুক্তির অন্য পক্ষের মত দৌড়াদৌড়ি করার বিষয়ে দক্ষ নন তাই তাদের প্রয়োজনটা আদা করতে পারবেন না। 

★টুকরো টুকরো করে বহু সংখ্যক ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের সঙ্গে চুক্তি করতে সম্ভবত স্পন্সররা পছন্দ করবেন না। 

★বড় বেসরকারি সংস্থা গুলি হোক কিংবা রপ্তানিকারী, পাইকারি ব্যবসায়ী বা প্রক্রিয়া কারা  বিভিন্ন বিষয়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ছোট কৃষকদের থেকে তারা অবশ্যই বেশি সুবিধা পাবে। 

 

৩।অতি অবশ্য পণ্য সংশোধনী বিল ২০২০..

বিধান --

★এই বিলটি পণ্য সম্পর্কিত অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে খাদ্যশস্য ডাল শস্য তৈলবীজ পেঁয়াজ এবং আলু জাতীয় পণ্য সরিয়ে নেয়া হবে বলে জানানো হয়েছে এই বিলে, যুদ্ধের মতো কোনো অস্বাভাবিক পরিস্থিতি বাদে এই জাতীয় পণ্যগুলি মজুদের সীমা আরোপ করা হবে না। 

★এই বিধান বেসরকারি বিনিয়োগকারীদের ব্যবসায়িক কার্যক্রম অতিরিক্ত নিয়ন্ত্রক হস্তক্ষেপের আশঙ্কা দূর করবে, ফলে বেসরকারি ক্ষেত্র বা বিদেশি বিনিয়োগকারীরা কৃষিক্ষেত্রে আকৃষ্ট হবে। 

★এতে করে কোল্ড স্টোরেজের মত কৃষি পরিকাঠামো এবং খাদ্য সরবরাহের শৃঙ্খলকে আধুনিকরণের জন্য বিনিয়োগ আসবে । 

★দামে স্থিতিশীলতা এনে কৃষক এবং গ্রাহকদের সহায়তা করা হবে। 

★প্রতিযোগিতামূলক বাজারের পরিবেশ তৈরি করে কৃষিপণ্যের অপচয় বন্ধ করা হবে। 

 

বিরোধী দলগুলির আপত্তি -----

★বিরোধীদের বক্তব্য অস্বাভাবিক পরিস্থিতি এর উদাহরণ  সরকার দিয়েছে সেই রকম চরম পরিস্থিতিতে সম্ভব কখনোই তৈরি হবে না। 

★বড় সংস্থাগুলো পণ্য মজুদ করার স্বাধীনতা অর্জন করার অর্থ তারা কৃষকদের উপর শর্ত আরোপ করার সুযোগ পাবে ফলে  চাষিরা কৃষিপণ্যের কম মূল্য পেতে পারেন। 

★এই বিধান পেঁয়াজের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের সাম্প্রতিক সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে সন্দেহের পরিবেশ তৈরি করেছে।। 

 

কৃষি বিল সম্বন্ধে আপনাদের যতোটুকু জানার এই পোস্টটিতে জানানো হয়েছে যদি কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।।।

No comments

Powered by Blogger.