Header Ads

২০১৩ সালের পশ্চিমবঙ্গ পুলিশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।

 ২০১৩ সালের পশ্চিমবঙ্গ পুলিশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 

notice : পেজটিতে 2013 সালের পশ্চিমবঙ্গ পুলিশের প্রশ্ন এবং তার উত্তর এর যে চারটি অপশন দেওয়া থাকে সেগুলো নিম্নে দেওয়া থাকবে।। 

এগুলো তোমরা নিজে থেকে দেখে সঠিক উত্তরটি বার করার চেষ্টা করবে।।

 

 

১।একটি পাত্রে ব্যাকটেরিয়া সংখ্যা প্রত্যেকদিন দ্বিগুণ হয়। যদি 30 শে নভেম্বর 2013 তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল কোন তারিখে ?? 

★২৫নভেম্বর    ★১৫নভেম্বর 

★২৯নভেম্বর৷    ★ কোনোটিই নয়। 

 

২।একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে Darjeeling  কে লেখা হলো fctlggnkpi তাহলে একই হিসেবে government কে কি লিখা যায় ? 

★iqxgptogpv    ★iqxgtpgopv

★iqxgtpogpv     ★iqxgptogpv


৩।HIVসংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? 

★পরস্পর আলিঙ্গন করলে  ★সাধারণ শৌচাগার ব্যবহার করলে  ★ খাদ্য ভালো করে খেলে  ★অন্যের রেজার ব্যবহার করলে  

৪।অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল .? 

★শহরের গরীব মানুষের উন্নয়ন ★কৃষকদের উন্নয়ন ★ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন ★গরিব মানুষের উন্নয়ন 

৪।ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? 

★গম এবং আলু উৎপাদনে ★জোয়ার এবং তৈলবীজ উৎপাদনে ★গম এবং চাল উৎপাদনে ★চা এবং কফি উৎপাদনে 

৫।সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার 

★মৌলিক অধিকার ★রাজনৈতিক অধিকার ★আইনি অধিকার ★স্বাভাবিক অধিকার 

৬।1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন..

★সেবা গ্রামে ★ডান্ডি তে ★সবরমতী ★ওয়ার দাতে 

৭।বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল? 

★সরদার বল্লভ ভাই প্যাটেল ★মহাত্মা গান্ধী ★বল্লভ ভাই প্যাটেল ★মহাদেব দেশাই 

৮।১৯৪৩সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে .. 

★জাপানে ★বার্মায় ★সিঙ্গাপুরের ★মালয় 

৯।কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকারী? 

★ভিটামিন সি ★ভিটামিন এ  ★ভিটামিন বি ★ভিটামিন কে 

১০।সূর্য উঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও  দ্রাঘিমারেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? 

★প্রতিসরণ ★নিম্নচাপ ★অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ★বিচ্ছুরণ 

১১।১০%ক্ষতিতে A একটি ঘড়ি Bকে বিক্রি করে  Bওই ঘড়ি Cকে১০%লাভে বিক্রি করে, যে দামে Cঘড়িতে কিনলো আমি যদি Aবিক্রি করতো তবে তার শতকরা ক্ষতি কত? 

★১০% ★২০%★৫%★১%

১২।নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 

★৪৩★৫৩★৮৫★৭১

১৩।প্রথম ১৫ টি বিজোড় সংখ্যার গড় কত? 

★১৮★১৫★২০★ওপরের কোনোটিই নয় 

১৪।কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? 

★গ্লুকোজ ★ফ্রুট টজ  ★কলিচুন ★লবণ 

১৫।খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে? 

★অ্যালুমিনিয়াম দ্বারা ★লোহাদাঁড়া ★সিসা দ্বারা ★ম্যাগনেসিয়াম দ্বারা 

১৬।রাজ্যসভার সদস্য গ্রহণ কে নির্বাচিত করেন,,,, 

★জনগণ ★লোকসভা ★বিধানসভার নির্বাচিত সদস্য গণ ★বিধান পরিষদের নির্বাচিত সদস্য গণ 

১৭।রাজ্যপাল কে শপথ গ্রহণ করান,,,,, 

★ভারতের প্রধান বিচারপতি ★ভারতের রাষ্ট্রপতি ★হাইকোর্টের প্রধান বিচারপতি ★বিধানসভার অধ্যক্ষ 

১৮।ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? 

★বেরিং প্রণালী ★হরমুজ প্রণালী ★পক প্রণালী ★মালাক্কা প্রণালী 

১৯।কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? 

★পাট শিল্প ★বয়ন শিল্প ★পেট্রোরসায়ন শিল্প ★চা শিল্প 

২০।কোনটি বেমানান? 

★জুলাই ★সেপ্টেম্বর ★এপ্রিল ★নভেম্বর 

২১।ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয়,,,,,, 

★জলের ★তেলের ★গ্যাসের ★বায়ুমণ্ডলের 

২২।কাজিরাঙ্গা জাতীয় পার্ক অবস্থিত,,,,,,,, 

★হিমাচল প্রদেশ ★উত্তরপ্রদেশে ★কর্নাটকে ★অসমে 

২৩।কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? 

★জুনকো তাবেই ★বাচেন্দ্রী পাল ★আরতি সেন ★এমসি মারি কম 

২৪।৮৮দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল,,,, 

★৯৯৪৪★৯৬৭৮★৯৯৮৮★৮৮৮৮

২৫।নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? 

★cfc নিগড় মন ★কার্বন ডাই অক্সাইড নির্গমন ★বৃক্ষ ছেদন ★মিথেন নিগড় মন... 

 

 

 উপরে যে 25 টি প্রশ্ন দেওয়া হইলো  সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজের খাতায় লিখবেন এবং মুখস্ত যেন অবশ্যই করবেন।।। 


যে প্রশ্নগুলি উপরে দেওয়া হইলো  সেই প্রশ্ন গুলো ২০১৩ সালে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় এসেছিল।।।। 

এই প্রশ্নগুলি  তুমি পড়ে বা মুখস্ত করে  হানডেট পারসেন্ট কমন পেতে পারো অবশ্যই।।।। 




সকলকে ধন্যবাদ জানাচ্ছি।। 




যদি এই ভিডিওটি বা এই ওয়েবপেজটি তোমার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো এবং এই পেজটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দেওয়ার জন্য রয়েছে।।। 


2 comments:

Powered by Blogger.