Header Ads

পশ্চিমবঙ্গ পুলিশের প্রশ্ন উত্তর ৫০ টি ২০২১

 পশ্চিমবঙ্গ পুলিশের প্রশ্ন উত্তর  ৫০ টি ২০২১

 

১।2019 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন - মিচেল মেয়র এবং দিদিয়ের কুইলোজ

২।2019 সালের অক্টোবর মাসে- চীনদেশে -স্মার্টফোন কোম্পানি বন্ধ করেছে স্যামসাং  ম্যানুফ্যাকচারিং। 

৩।পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর এমডি অ্যান্ড সিইও পদে নিযুক্ত হয়েছেন এস এস মল্লিকার্জুন রাও। 

৪।2019 সালের 2 অক্টোবর তারিখে ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হয়েছে। 

৫।প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রাইজ ভূষিত প্রথম ছাত্রীর নাম হলো কবিতা গোপাল।

৬।রেলওয়ে ক্লিনের সার্ভে 2019 সালের প্রথম স্থান দখল করেছে  রাজস্থান রাজ্যের তিনটে রেলস্টেশন। 

৭।2019 সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন আবি আহমেদ আলী। 

৮।বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রদত্ত গোপাল গোলকিপার অ্যাওয়ার্ড 2019 সালে ভূষিত হয়েছেন নরেন্দ্র মোদি। 

৯।আই এফ এ  এর প্রধান পদে নির্বাচিত হয়েছেন ক্রিস্টালিনা জিওরগিয়াভা। 

১০।ইউএন জেনারেল অ্যাসেম্বলি এর বর্তমান প্রেসিডেন্ট হলেন তিজানি মোহাম্মদ বান্দে। 

১১।2018 সালের নোবেল সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ওলগা তোকাকজুক।

১২।ভারতের নবনিযুক্ত বায়ু সেনা প্রধানের নাম হচ্ছে আরকেএস ভাদুরিয়া। 

১৩।ফর্বেস ওয়ার্ল্ড বেস্ট রেগার্ডস কম্পানিজ লিস্ট ২০১৯ এ ভারতীয় কোম্পানী গুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে ইনফোসিস। 

১৪।ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড ২০১৯ সম্মানে ভূষিত হয়েছেন লিওনেল মেসি।

১৫।মার্কিন যুক্তরাষ্ট্রের  Texas রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল হাউডি মদি এভেন্ট। 

১৬। ২০২০ সালে  অস্কার এ গালি বয় ভারতের  চলচিএ  প্রতিনিধিত্ব করেছে। 

১৭।IIFA Award  এসেরা অবিনেত্রি  রুপে পুরুস্ক্রিত হয়েছেন আলিয়া ভাট। 

১৮। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন রবার্ট ও'ব্রায়েন চেয়েছে। 

১৯।ইয়োনেক্স বেলজিয়ান ইন্টারন্যাশনাল ২০১৯  এ মেন্স সিঙ্গেলস টাইটেল জিতেছেন লক্ষ্য সেন। 

২০।প্রথম ভারতীয় রেসলার টোকিও অলিম্পিক কোয়ালিফাই করেছেন  দুই হাজার কুড়ি সালে ভিনেশ ফোগাট। 

২১।আইসিসি টেস্ট রেংকিং ফর ব্যাটসম্যানের প্রথম স্থান দখল করেছেন স্টিভ স্মিথ। 

২২।কোন ভারতীয় তথ্যচিত্র দুই হাজার কুড়ি সালে অস্কার মনোনয়ন পেয়েছিল --- মতি বাঘ। 

২৩।সম্প্রতি অনুষ্ঠান ভারত থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া নাম  maitree 2019.।

২৪।অন্ধ্র প্রদেশের প্রথম লোকায়ুক্ত নিযুক্ত হয়েছেন পী লক্ষণ রেড্ডি। 

২৫।ভারতের রাজস্থান রাজ্যের প্রশাসন লঞ্চ করেছে জন্ম সূচনা পোর্টাল। 

২৬।এসএসসি under- 19 এশিয়া কাপ 2019 চ্যাম্পিয়ন হয়েছে ভারত ।

২৭।যৌথ নৌ-মহড়া সাথে অংশগ্রহণ করেছিল মালয়েশিয়া  ভারতের সাথে ,  সমুদ্র লাক্সমান ২০১৯। 

২৮।প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির প্রিন্সিপাল এডভাইজার পদে নিযুক্ত হয়েছেন পি কে সিনহা। 

২৯।সম্প্রতি মহারাষ্ট্র রাজ্যের লঞ্চ হয়েছে মুখ্যমন্ত্রী পরিবার সমৃদ্ধি যোজনা। 

৩০।ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স কর্তিক  এমিনেন্ট ইঞ্জিনিয়ার আওয়ার্ড ফর দ্যা ইয়ার ২০১৯ সম্মানে ভূষিত হয়েছে প্রভাকর সিং। 

৩১।ভারতের কোন মন্ত্র লঞ্চ করেছে ন্যাশনাল ডিজিটাল অফ ইন্ডিয়া প্রজেক্ট --- হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। 

৩২।প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছে প্রমোদ কুমার মিশ্র। 

৩৩।টেবিল টেনিস ক্রিয়া ক্ষেত্রে সাথে যুক্ত পায়াস জন। 

৩৪।রাজস্থানের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন কলরাজ মিশ্র।

৩৫।দলিপ ট্রফি জিতেছে ইন্ডিয়া রেড।

৩৬।টেনিসে ইউএস ওপেন মেন্স সিঙ্গেলস টাইটেল জিতেছেন রাফায়েল নাদাল। 

৩৭।আলিবাবা কোম্পানির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন জ্যাক মা। 

৩৮। ইউএস ওপেন উইমেন্স সিঙ্গেলস টাইটেল জিতেছেন বেথানি মার্তেক। 

৩৯।কেরলের আলা পূজা পুন্নামা দা আয়োজিত নেহরু ট্রফি জিতেছে নাদু ভাগাম চন্দন। 

৪০।রাশিয়ার সবথেকে আয়োজিত পঞ্চম স্থান ইকোনমিক ফোরামের প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন নরেন্দ্র মোদি। 

৪১।জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয়েছিল জাপান ইন্ডিয়া ডিফেন্স মিনিস্টারিয়াল মিটিং২০১৯। 

৪২।world gold Council report 2019 অনুযায়ী গোল্ড রিজার্ভের নিরিখে বিশ্বের প্রথম স্থান অধিকারী দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। 

৪৩।২০২২ সালে কাতার দেশে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ । 

৪৪। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিজয় কুমার চোপড়া। 

৪৫।যৌথ সামরিক মহড়া  Yudh abhyas 2019 ভারতের সাথে অংশগ্রহণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 

৪৬।ইউক্রেন দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন ওলেকসি হনচারুক। 

৪৭।তৃতীয় ভারতীয় রূপের টেস্ট ক্রিকেট উইকেট নেওয়া হ্যাটট্রিক করেছেন জসপ্রীত বুমরাহ। 

৪৮।world safe City index 2019 এ প্রথম স্থান দখল করেছে টোকিও।

৪৯।দুই হাজার কুড়ি সালে মার্কিন যুক্তরাষ্ট্র দেশে অনুষ্ঠিত হবে g7 শীর্ষ সম্মেলন। 

৫০।ডুরান্ড কাপ জিতেছে 2019 সালে গোকুলাম কেরল এফসি ।।।

 

 

 

 

বন্ধুরা উপরের যে 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখা রয়েছে সেগুলোর মধ্যে যদি কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ইনবক্সে কমেন্ট করে জানিও ।।।

 

 

1 comment:

Powered by Blogger.