Header Ads

ভারতের অর্থনীতি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এক কথায়।

 ভারতের অর্থনীতি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এক কথায়। 

১।অর্থনীতির জনক বলা হয় কাকে? 

সঠিক উত্তর হলঃ এডাম স্মিথকে।

২।ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে?

সঠিক উত্তর হলঃ ১ এপ্রিল।

৩।ভারতের অর্থনৈতিক পরিকল্পনা ব্যবস্থা কোন দেশের পরিকল্পনা ব্যবস্থা অনুসারে চালু করা হয়েছিল?

সঠিক উত্তর হলঃ সোভিয়েত রাশিয়া ।

৪।ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 

সঠিক উত্তর হলঃ 1950 সালের মার্চ মাসে ।

৫।ভারতের পরিকল্পনা কমিশনের সদস্য সংখ্যা কতজন? 

সঠিক উত্তর হলঃ 8 জন ।আট জন 

৬।ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? 

সঠিক উত্তর হলঃ জহরলাল নেহেরু ।

৭।পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন? 

সঠিক উত্তর হলঃ প্রধানমন্ত্রী ।

৮।প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে সর্বোচ্চ অগ্রাধিকার এর ক্ষেত্রে কি ছিল? 

সঠিক উত্তর হলঃ কৃষি 

৯।দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সর্বোচ্চ অগ্রাধিকার এর ক্ষেত্র কোনটি ছিল? 

সঠিক উত্তর হলঃ শিল্প ।

১০।ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্ড চিন্তাভাবনা অনুসারে রচনা করা হয়েছিল? 

সঠিক উত্তর হলঃ প্রশান্তচন্দ্র মহলানবিশ ।

১১।জনগণের পরিকল্পনা বলা হয় কোন পরিকল্পনা কে? 

সঠিক উত্তর হলঃ পঞ্চম পরিকল্পনা। 

১২।দারিদ্র দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য ছিল? 

সঠিক উত্তর হলঃ  পঞ্চম। 

১৩।কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়  শিল্প ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল? 

সঠিক উত্তর হলঃ পঞ্চম 

১৪। পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করেন কে? 

সঠিক উত্তর হলঃ পরিকল্পনা কমিশন ।

১৫।অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কি ছিল? 

সঠিক উত্তর হলঃ বেকারত্ব দূরীকরণ ।

১৬।চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া রচনা করেন কে? 

সঠিক উত্তর হলঃ অধ্যাপক গেট গ্রিল ।

১৭।ভারতের কোন পরিকল্পনাকালে এরপর কয়েকটি বছর বার্ষিক পরিকল্পনার মাধ্যমে  অর্থনৈতিক উন্নয়নের কাজ করা হয়েছিল? 

সঠিক উত্তর হলঃ চতুর্থ পরিকল্পনাকালে। 

১৮।জাতীয় পরিকল্পনা পরিকল্পনা ছুটির দিবস জরুরি হয়ে পড়েছিল কেন? 

সঠিক উত্তর হলঃ ভারত চীন যুদ্ধ । 

১৯।কোন পরিকল্পনায় রিজার্ভ ব্যাংক কুটির শিল্পের ঋণ সরবরাহের পরিমাণ বৃদ্ধি করার জন্য গ্যারান্টি স্কিম প্রবর্তন করেন? 

সঠিক উত্তর হলঃ দ্বিতীয় পরিকল্পনা। 

২০।প্ল্যানিং কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? 

সঠিক উত্তর হলঃ ভি টি কৃষ্ণমাচারি।

২১।জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়েছিল? 

সঠিক উত্তর হলঃ  ১৯৫১ সালে। 

২২।অর্থ কমিশনের কাজ কি? 

সঠিক উত্তর হলঃ কেন্দ্র-রাজ্য আর্থিক বন্টন এর সুপারিশ করা। 

২৩।কোন পরিকল্পনায় প্রতিটি শিশুর জন্য একটি গাছ এর স্লোগান ওঠে? 

সঠিক উত্তর হলঃ ষষ্ঠ পরিকল্পনায়। 

২৪।ভারতের অর্থনীতির প্রকৃতি কেমন? 

সঠিক উত্তর হলঃ মিশ্র অর্থনীতি। 

২৫।ভারতের বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি খরচ হয় কোন খাতে? 

সঠিক উত্তর হলঃ পেট্রোলিয়াম দ্রব্য। 

২৬।ভারতের শিল্প অর্থনীতি প্রতিষ্ঠিত হয় কত সালে?  IFC

সঠিক উত্তর হলঃ  ১৯৪৮সালে। 

২৭।কোন সালে ভারতে FERA আইন চালু হয়? 

সঠিক উত্তর হলঃ। ১৯৭৩ সালে। 

২৮। ভারতে MRTR আইন চালু হয় কবে? 

সঠিক উত্তর হলঃ ১৯৬৯ সালে। 

২৯।ভারতে মাথাপ্রতি উচ্চতম আইয়ের রাজ্য হল? 

সঠিক উত্তর হলঃ পাঞ্জাব। 

৩০।দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়? 

সঠিক উত্তর হলঃ পশ্চিম জার্মানি। 

৩১।আন্তর্জাতিক অর্থভাণ্ডার কবে গঠিত হয়?  বা IMF? 

সঠিক উত্তর হলঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। 

৩২।আন্তর্জাতিক অর্থ কর্পোরেশন  কবে গঠিত হয়?  বা IFC? 

সঠিক উত্তর হলঃ ১৯৫৫ সালে। 

৩৩।আন্তর্জাতিক অর্থভাণ্ডার ভারতকে কিসের জন্য ঋণ দেয়? 

সঠিক উত্তর হলঃ  বকেয়া অর্থ মেটানো সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য। 

৩৪।আন্তর্জাতিক অর্থভাণ্ডার এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

সঠিক উত্তর হলঃ  ওয়াশিংটনে। 

৩৫।ভারতে কবে প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 

সঠিক উত্তর হলঃ ১৯৪৭ খ্রিস্টাব্দে। 

৩৬।ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংকের নাম কি? 

সঠিক উত্তর হলঃ অযোধ্যা ব্যাংক ।

৩৭।রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? 

সঠিক উত্তর হলঃ  মুম্বাই। 

৩৮।রিজার্ভ ব্যাংকের গভর্নর কে কে নিযুক্ত করেন? 

সঠিক উত্তর হলঃ ভারতের রাষ্ট্রপতি ।

৩৯।কোন ব্যাংক কে bankers of bank বলে গণ্য হয়ে থাকে? 

সঠিক উত্তর হলঃ রিজার্ভ ব্যাংক। 

৪০।ভারতের টাকা ছাপাবার ক্ষমতা আছে কোন ব্যাংকের? 

সঠিক উত্তর হলঃ কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংক ।

৪১।কত কোটি টাকা নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক হাজার 1935 সালে গঠিত হয়  ?

সঠিক উত্তর হলঃ 5 কোটি টাকা ।

৪২।কোন  ব্যাংকের নিজের একাউন্ট খোলা যায় না? 

সঠিক উত্তর হলঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

৪৩।500 টাকার নোটের উপরে কার স্বাক্ষর থাকে? 

সঠিক উত্তর হলঃ রিজার্ভ ব্যাংকের গভর্নর এর ।

৪৪।এক টাকার ওপরে কাগজের নোট ও মুদ্রা প্রকাশ করে কোন ব্যাংক? 

সঠিক উত্তর হলঃ রিজার্ভ ব্যাংক। 

৪৫।এক টাকা ও তার নিচে কাগজের নোট এবং মুদ্রা প্রকাশ করে কে? 

সঠিক উত্তর হলঃ অর্থমন্ত্রক ।

৪৬।একটি 10 টাকার নোটে কয়টি ভাষায় 10tk কথাটি লেখা থাকে? 

সঠিক উত্তর হলঃ 15 টি ভাষায় ।

৪৭।স্বাধীনতার পর the Imperial Bank of India  নতুন নামকরণ কি হয়? 

সঠিক উত্তর হলঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

৪৮।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পুরনো নাম কি ছিল? 

সঠিক উত্তর হলঃ  
the Imperial Bank of India

৪৯।ভারতবর্ষে কাগজের মুদ্রা প্রথম প্রচলন করেন? 

সঠিক উত্তর হলঃ শেরশাহ। 

৫০।কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন? 

সঠিক উত্তর হলঃ গুপ্ত সম্রাট রা। 

৫১।ভারতে কারেন্সি  নোট ছাপানো ও সরবরাহ কোথা থেকে হয়? 

সঠিক উত্তর হলঃ নাস্তিক। 

৫২।5000 ও 10 হাজার টাকার নোট কত সালে বাতিল করা হয়েছে? 

সঠিক উত্তর হলঃ ১৯৭৪ সালে। 

৫৩।ভারতের সবুজ বিপ্লব ঘটে কত সালে? 

সঠিক উত্তর হলঃ ১৯৬৫-৬৬সালে।





নমস্কার বন্ধুরা এই ওয়েব পেজটি তে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

যদি কোন জায়গায় আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।। 



1 comment:

Powered by Blogger.