Header Ads

গরু পাচারের যুক্ত থাকার অভিযোগে দুই অধিনায়ক কে বরখাস্ত করল বিএসএফ অফিসার।

 গরু পাচারের যুক্ত থাকার অভিযোগে  দুই অধিনায়ক কে বরখাস্ত করল বিএসএফ  অফিসার।

গত সেপ্টেম্বরে গরু পাচার কান্ডের তদন্তে নেমে বিএসএফের একাধিক অধিকারের নাম জড়াই ।তাদের মধ্যে একজন হলেন সতীশ কুমার, আর এই সতীশ কুমার কে গ্রেপ্তার করেছে সিবিআই। 


গরু পাচার কাণ্ডে অভিযুক্ত দুই  আধিকারিক কে বরখাস্ত করল বর্ডার সিকিউরিটি ফোর্স। অন্তত ছয়জন বাহিনীর সদস্য কে বদলি করা হয়েছে। জানানো হয়েছে বিএসএফ এর তরফ থেকে। ভারত এবং বাংলাদেশ সীমান্তে গরু পাচারে যুক্ত থাকায় তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে বাহিনীর তরফ থেকে। 


বিএসএফের এক শীর্ষ  আধিকারিক জানিয়েছে ,  অন্তত দুই জনকে বরখাস্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছেন বাহিনীর একজন সেকেন্ড-ইন-কমান্ড  ও একজন ইনস্পেক্টর। 

গত 10 দিনে এই পদক্ষেপ করা হয়েছে। 2017 থেকে 2018 সালে মালদায় কর্তব্যরত ছিলেন তারা। 


গত সেপ্টেম্বরে গরু পাচার কান্ডের তদন্তে নেমে বিএসএফের একাধিক আধিকারিক এর নাম জড়াই। আমি একজনকে গ্রেফতার করেছে সিবিআই। ভাবমূর্তি  উদ্ধারে বাহিনীর এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 


গরু পাচারের নাম জড়িয়েছে এক তৃণমূল নেতা সহ, একাধিক তৃণমূল ঘনিষ্ঠ লোকের। এরপর বিএসএফের বিরুদ্ধে নির্বাচন কমিশন অভিযোগ দায়ের করে তৃণমূল। তাদের দাবি সীমান্তে নির্দিষ্ট একটি দলকে ভোট দেওয়ার জন্য জোর করছে বিএসএফ।। কিন্তু বিএসএফ এই দাবি মানতে নারাজ।। 



ধন্যবাদ বন্ধুরা পোস্টটিতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কমেন্ট করে।। 



এই পোস্টটি কালেক্টেড অন্য ওয়েবসাইট থেকে। 


No comments

Powered by Blogger.