Header Ads

একটি বেকার যুবকের কাহিনী

  একটি বেকার যুবকের কাহিনী:

একজন বেকার যুবক হিসেবে যতটা দুঃখ-কষ্ট এখন আমাদের হচ্ছে সেটা অবশ্য তুমি ভালোভাবে জানবে আজকের এই পোস্টের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো কিভাবে একটি বেকার ছেলে কত দিক গুলি বজায় রেখে তার সমস্ত কিছু চালিয়ে বা গড়ে তুলছে..  

 শুধুই ব্যর্থতার সাহেব নিজেই নিজের মূল্যায়ন করে বুঝলাম এই ব্যর্থতার মূল কারণ নেগেটিভ মার্কিং বুঝলা শুধু পড়লেই এবং পরীক্ষা দিলেই হবে না পরীক্ষায় লোভ সম্বরণ করাটা খুবই জরুরী বাড়িতে শুরু করলাম স্যার এর পরামর্শ ধীরে ধীরে নেগেটিভ মার্কিং এর পরিমাণ কমে আসতে লাগলো ছিলনা তুমি যেখান থেকে বার করে পড়তে শুরু করলাম প্রথমেই নাইন-টেনের বই গুলো যোগার করে কোনো দিকে না তাকিয়ে পড়ে ফেললাম একটা বেসিক ধারণা চলে আসলো এবারে বাজারচলতি নানারকম বই কিনে পড়তে লাগলাম উদাহরণস্বরূপ লুসেন্ট জি কে বই এছাড়া মূল্যবান ইংলিশের জন্য আর এস আগরওয়াল এর ইংলিশ এর জন্য চঞ্চল ঘোষ এর জন্য ভালো এবং পরে আরিহান্ট এসএসসি ম্যাথ 2018 সালের ডব্লিউ বি পি এস এর ফরম ফিলাপের মধ্য দিয়েই আমার জীবনের প্রথম দিকে ফরম ফিলাপ করা শুরু করে ফেললাম একটা মারাত্মক ভুল যার জন্য 167 সেন্টিমিটার এবং এর জন্য হাইট লাগে 173 সেন্টিমিটার 168.192 কিন্তু আমার সেটা জানা না থাকায় বেবি পদের জন্য আবেদন করে ফেলে পরীক্ষা দিলাম তো করলাম কিন্তু সংলাপের ভুলের জন্য বিএনপিতে বাদ পড়ে গেল বাড়ি এসে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়লাম তার কিছুদিন পর ডব্লিউ বিপি কনস্টেবল এর প্রিলি পাশ করে জাস্ট পাঁচ সেকেন্ডের জন্য মাঠ পাস করতে পারলাম না আরো ভারাক্রান্ত হয়ে গেল 2019 সালে যেন ফরম ফিলাপের বন্যা বয়ে গেল ডাব্লু বি পি এস আই ডব্লিউ বিপি কনস্টেবল পুলিশ এবং পিএসসি ক্লার্কশিপ এর জন্য ফরম ফিলাপ করলাম পরীক্ষাতে পাস করে গেলাম কিন্তু বৃষ্টি যেন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আমার যেদিন মারছিল প্রচুর বৃষ্টি শুরু হল আমাদের অবস্থা শোচনীয় হয়ে পড়লো আবারো মাঠে খেলতে গেলাম তারা অনেকেই বাঁকা হাসিতে অনুশোচনা যাপন করতে শুরু করল বাড়ির মানুষগুলো কেমন যেন ভেঙে পড়ল কিছুদিন পর জেল পুলিশের মাঠ এর জন্য ডাক্তার আনন্দ উপলব্ধি করলাম আর কিছুদিন পর স্বপ্নের রঙিন জাল বুনতে শুরু করে হাজির হলো দীর্ঘ সাত মাস অপেক্ষা করার জন্য ডাকবেনা জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না মাত্র দুটো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলাম বাকি গুলোর জন্য স্মার্টলি এই মুহূর্তে মনে পড়ছে না তবে তিনি আশাবাদী ছিলাম না কিন্তু যখন দেখলাম ইন্টারভিউতে দশের মধ্যে পয়েন্ট পেয়েছি কিছুদিন পর পরীক্ষা দিলাম

 আর এই ভাবেই অবশেষে চাকরিটা পেয়ে গেলাম সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে এই পোস্টটি পড়ার জন্য আশা করছি তোমাদের সাথে এরকম সংঘর্ষের মুখে তোমরাও জড়িয়ে পড়েছে/


No comments

Powered by Blogger.