Header Ads

WBP SI AND CONSTABLE FULL PROCESS

 WBPপুলিশ রিকুটমেন্ট 2021 মোট শূন্যপদ ৯৭২০ কনস্টেবল। লেডি কনস্টেবল। এস আই এবং লেডি এস আই।। 

  West Bengal police recruitment board has started the application process for the post of constable,  Sub Inspector lady Sub Inspector of police ub and Sub Inspector of police ab. 


ফর্ম ফিলাব চলবে 22 শে জানুয়ারি 2021 থেকে ২০ ফেব্রুয়ারি 2021 পর্যন্ত ।

 

মোট শূন্যপদ ৯৭২০ ।  তার মধ্যে  ৮৬৩২ টি কনস্টেবল। এবং 1088 টি সাব-ইন্সপেক্টর পদের জন্য । 


কনস্টেবল পুরুষ দের জন্য রয়েছে ৭৪৪০ টি পদ। 

কনস্টেবল মহিলাদের জন্য রয়েছে ১১৯২ টি পদ।


সাব-ইন্সপেক্টর পুরুষদের জন্য রয়েছে  ৭৫৩ টি পদ।ub

সাব-ইন্সপেক্টর মহিলাদের জন্য রয়েছে ১৫০ টি পদ।ub

 

Sub Inspector police  AB 185 post.

 

 কনস্টেবল দের মাইনে কত পাওয়া যাবে মাসে 

level -6  / (22700-58500)টাকা। 

সাব-ইন্সপেক্টর দের মাইনে কত পাওয়া যাবে মাসে 

level -10  / (32100-82900)টাকা। 

 

কত দূর পড়াশোনা লাগবে ? 

কনস্টেবল পদের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ থাকলেই হবে। 

সাব-ইন্সপেক্টর পদের ক্ষেত্রে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাশ থাকলেই হবে। 

 

কত বছর বয়স লাগবে? 

কনস্টেবল পদের জন্য 18 থেকে 27 বছর। 

সাব-ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 20 থেকে 27 বছর  ।

 

 

এখন আমরা জানবো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল Selection Process.... 

১। প্রথমে প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে । সেখানে মোট ১০০ টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘন্টা । প্রশ্নপত্র থাকবে বাংলাতে। 

২।যখন তুমি পিলিমিনারি রিটার্ন টেস্টে পাস করবে তখন  PMT & PET শুরু হবে। এর মানে তোমার হাইট ওয়েট এবং তোমার  বুক,  নকনি, পায়ের পাতা এবং অনেক কিছু  চেক হবে। অবশেষে 1600 মিটার দৌড়াতে হবে আর সময় থাকবে 6 মিনিট 30 সেকেন্ড এটা ছেলেদের ক্ষেত্রে।  আর মেয়েদের ক্ষেত্রে  800 মিটার দৌড়াতে হবে সময় থাকবে 4 মিনিট। 

৩। যখন তুমি উপরের দুটো প্রসেস পাস করে আসবে তারমানে প্রথমে পিলিমিনারি এবং শেষে মাঠ এইগুলো  তখন তোমার ফাইনাল পরীক্ষা হবে।আর পরীক্ষা হবে 85 নাম্বারের। বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে আর প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক নাম্বার করে। 

আর এই রিটেন পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে । যদি তুমি চারটে প্রশ্নের উত্তর ভুল লেখ তাহলে এক নাম্বার কাটা যাবে। 

 

৪। ইন্টারভিউ বা সাক্ষাৎকার অবশেষে তোমার জন্য থাকবে । আর সেখানে থাকবে 15 নাম্বার। এই 15 নাম্বার তুমি কিভাবে নেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। 

মোট নাম্বার  ৮৫+১৫ = ১০০ 

 

এই সমস্ত প্রশ্ন স্কুলে যদি তুমি ভালোভাবে করে থাকো তবে তুমি সিলেক্টেড হতে পারবে  WBP CONSTABLE. 

 

 

 

@এবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদের Selection Process... 

 

১।  প্রথমে থাকবে পিলিমিনারি পরীক্ষা । ১০০ টি MCQ থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে থাকবে।  ১০০*২ = ২০০।  সময় থাকবে 90 মিনিট। এখানে নেগেটিভ মার্কিং থাকবে তার মানে চারটে ভুল করলে এক নম্বর কাটা যাবে। 

২। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর PMT &PET শুরু হবে। এখানে তোমাদের এবং বুকের ছাতি মাপা হবে। 

৩। অবশেষে তোমাদের ফাইনাল Combined Competitive Examination শুরু হবে। তিনটে পেপার থাকবে এবং পরীক্ষা হবে 200 নম্বরের মধ্যে। 

৪।  Personality  Test  হবে ৫০ নম্বর এর মধ্যে। Candidate কে বাংলা ভাষায় কথা বলতে হবে।  এই 50 নম্বরের মধ্যে শুধুমাত্র ৮ নাম্বার পেলেই সে পাস করবে ।

 

অবশেষে ডাক্তারি পরীক্ষা হবে রাজ্য সরকারের উচ্চপদস্থ সরকারি হসপিটালে। 

  


উপরের সবগুলি যদি তুমি ভালোভাবে পূরণ করে আসতে পারো তবেই তুমি সাব-ইন্সপেক্টর পদে নিযুক্ত হতে পারবা। 




No comments

Powered by Blogger.