WBP Constable and SI পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর ২০২১ সালের
WBP Constable and SI পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর ২০২১ সালের..।
১।ভারতের রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর নতুন নাম কী?
সঠিক উত্তর হলঃ ইন্ডিয়ান রেলওয়ে প্রটেকশন সার্ভিস IRPS
২। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ?
সঠিক উত্তর হলঃ বিপিন রাওয়াত
৩।সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডেক্স ২০১৯ - ২০ এ ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্যের নাম কি ?
সঠিক উত্তর হলঃ কেরল
৪। সম্প্রতি পঞ্চাশতম দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত কে হয়েছেন ?
সঠিক উত্তর হলঃ অমিতাভ বচ্চন
৫।ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি?
সঠিক উত্তর হলঃ হেমন্ত সরেন
৬।রোহটাং টানেল এর নতুন নাম কি?
সঠিক উত্তর হলঃ অটল টানেল
৭। ১৪.৬ কটি গ্রামীণ পরিবারকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য লঞ্চ হয়েছে কি ?
সঠিক উত্তর হলঃ জল জীবন মিশন
৮। ৬৬তম নেশনাল ফিলম আওয়ার্ডস এ বেস্ট হিন্দি ফিল্ম রূপে পুরস্কৃত হয়েছেন কে?
সঠিক উত্তর হলঃ আন্ধা ধুন
৯।ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং কর্তিক জুনিয়ার ফ্রী স্টাইল রেসলার অফ দি ইয়ার ২০১৯ খেতাবে ভূষিত হয়েছেন কে ?
সঠিক উত্তর হলঃ দীপক পুনিয়া
১০।ইংলিশ লিটারেচার এ ক্রিয়েটিভ non-fiction ক্যাটাগরিতে সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে ?
সঠিক উত্তর হলঃ শশী থারুর
১১।মিস ওয়ার্ল্ড 2019 খেতাব জিতেছেন কে?
সঠিক উত্তর হলঃ টনি অ্যান সিং
১২। ভারতের নতুন সেনা প্রধানের নাম কি?
সঠিক উত্তর হলঃ মনোজ মুকুন্দ নর্ভানে
১৩।2019 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কে?
সঠিক উত্তর হলঃ কনজার্ভেটিভ
১৪।যৌথ সামরিক মহড়া 2019 এর ভারতের সাথে অংশগ্রহণ করেছিল কে?
সঠিক উত্তর হলঃ রাশিয়া
১৫।ফোবস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের সর্বাধিক ক্ষমতাশালী মহিলাদের তালিকায় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রেঙ্ক কত ছিল?
সঠিক উত্তর হলঃ 34
১৬।ওয়ার্ল্ড anti-doping এজেন্সি কোন দেশকে আন্তর্জাতিক ক্রিয়া ক্ষেত্রে থেকে চার বছরের জন্য নির্বাসিত করেছে?
সঠিক উত্তর হলঃ রাশিয়া
১৭।এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন প্রেসিডেন্ট রূপে কে নির্বাচিত হন?
সঠিক উত্তর হলঃ মাসাৎসুগু আসাকাওয়া
১৮।undp Human Development ranking 2019তে রেঙ্ক কত ছিল ভারতের ?
সঠিক উত্তর হলঃ 129
১৯।বর্তমান বিশ্বের অন্যতম প্রধান মন্ত্রীর নাম কি?
সঠিক উত্তর হলঃ সন্না মারিন
২০।মিস ইউনিভার্স 2019 খেতাব জিতেছেন কে?
সঠিক উত্তর হলঃ জোজিবিনি তুঞ্জি
২১।ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইনডেক্স 2019 এ ভারতের রেঙ্ক কত ছিল?
সঠিক উত্তর হলঃ ৯
২২।আলফাবেট এর নতুন সিইও এর নাম কি?
সঠিক উত্তর হলঃ সুন্দর পিচাই
২৩।ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যানের নাম কি?
সঠিক উত্তর হলঃ গিরিশচন্দ্র চতুর্বেদী
২৪।কোন দ্বীপে দেশের নতুন রাজধানী স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার প্রশাসন?
সঠিক উত্তর হলঃ সুলাওয়েসি
২৫।শৈলজা ধামে ভারতের প্রথম মহিলা ছিলেন?
সঠিক উত্তর হলঃ ফ্লায়িং কমান্ডার
২৬।শাহিন সেভেন নামক যৌথ সামরিক মহড়ায় চীনের সাথে অংশগ্রহণ করেছিল কে?
সঠিক উত্তর হলঃ পাকিস্তান
২৭।সাগুন নামক পোর্টালকে নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ? shagun
সঠিক উত্তর হলঃ বিদ্যালয় শিক্ষা
28।ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত world's safe cities index 2019 এর দিল্লির রেঙ্ক কত ছিল?
সঠিক উত্তর হলঃ 52
২৯।সেন্ট্রাল বোর্ড অফ দিরেক্টরস এস এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে ?
সঠিক উত্তর হলঃ প্রমোদ চন্দ্র মোদি
৩০।সদ্য প্রয়াত কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য ছিলেন ভারতের প্রথম মহিলা কোন পদে ?
সঠিক উত্তর হলঃ ডিরেক্টর জেনারেল অব পুলিশ
৩১।কোন ক্যাটাগরিতে তেনজিং নরগে ন্যাশনাল এডভেঞ্চার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন অপর্ণা কুমার?
সঠিক উত্তর হলঃ ল্যান্ড অ্যাডভেঞ্চার
৩২।কোন দেশে ভারতের রাষ্ট্রদূত পদে নিযুক্ত হয়েছেন পবন কাপুর?
সঠিক উত্তর হলঃ সংযুক্ত আরব আমিরশাহী
৩৩।South Asian spelling bee contest 2019 জয়ী ভারতের মার্কিন টিনেজারের নাম কি?
সঠিক উত্তর হলঃ নবনীত মূর্লি
৩৪।ফিজির সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় বিচারপতির নাম কি ?
সঠিক উত্তর হলঃ মদন বি লকুর
৩৫।harmony os নামক নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে কে?
সঠিক উত্তর হলঃ Huawei
৩৬।রমন ম্যাগসাইসাই পুরস্কার ২০১৯ বিজয়ী রবিস কুমার কোন টেলিভিশন চ্যানেলের সিনিয়র এক্সিকিউটিব এডিটর?
সঠিক উত্তর হলঃ NDTV
৩৭। 45 তম g7 শীর্ষ সম্মেলন এর থিম কি ছিল?
সঠিক উত্তর হলঃ fighting inequality
৩৮। সদ্য প্রয়াত মোহাম্মদ জহুরুল ছিলেন একজন বিখ্যাত?
সঠিক উত্তর হলঃ মিউজিক কম্পোজার
৩৯। দিল্লির কোন স্টেডিয়াম এর নতুন নামকরণ হয়েছে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম?
সঠিক উত্তর হলঃ ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম
৪০। Sridevi girl woman superstar গ্রন্থের গ্রন্থকার কে?
সঠিক উত্তর হলঃ সত্যার্থ নায়ক
৪১। কোথায় অনুষ্ঠিত হয়েছে মেট্রো শীর্ষ সম্মেলন 2019?
সঠিক উত্তর হলঃ লন্ডন (ইংল্যান্ড)
৪২। ballon d'Or award 2019 এ কে ভূষিত হয়েছিলেন?
সঠিক উত্তর হলঃ লিওনেল মেসি
৪৩। corruption perception index2019 এ ভারতের রেঙ্ক কত ছিল?
সঠিক উত্তর হলঃ ৭৮
৪৪। কোথায় অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ সাউথ এশিয়ান গেম ২০১৯?
সঠিক উত্তর হলঃ কাঠমান্ডু নেপালে র
৪৫। যৌথ সামরিক মহড়া Surya Kiran XIV এ ভারতের সাথে অংশগ্রহণ কে করেছিল?
সঠিক উত্তর হলঃ নেপাল
৪৬। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন আবদুল মাহাদি?
সঠিক উত্তর হলঃ ইরাক
৪৭। Abu Dhabi Grand Prix 2019 কে জিতেছেন?
সঠিক উত্তর হলঃ লুইস হ্যামিলটন
৪৮। যৌথ সামরিক মহড়া MITRA SHAKTI VII এ ভারতের সাথে অংশগ্রহণ করেছিল?
সঠিক উত্তর হলঃ শ্রীলংকা
৪৯। ৫৫ তম জ্ঞানপীঠ পুরস্কার এ ভূষিত হয়েছেন কে?
সঠিক উত্তর হলঃ এ অচুতন নাম বুদি
৫০।। world migration report 2020 অনুযায়ী কোন দেশের সর্বাধিক সংখ্যক প্রবাসী বিদেশে বসবাস করেন?
সঠিক উত্তর হলঃ ভারত
Super 👌👌
ReplyDelete