Header Ads

Murshidabad: নতুন রূপে সেজে উঠবে মতিঝিল, দায়িত্ব হাতে নিল পর্যটন দফতর

 

 Murshidabad: নতুন রূপে সেজে উঠবে মতিঝিল, দায়িত্ব হাতে নিল পর্যটন দফতর


তিঝিলকে ঢেলে সাজাতে উদ্যোগ নিচ্ছে রাজ্য পর্যটন দফতর। সেই লক্ষ্যেই হয়ে গেল মতিঝিল হস্তান্তর প্রক্রিয়া


নিজস্ব প্রতিবেদন: রাজ্য পর্যটন মানচিত্রে অন্যতম জেলা মুর্শিদাবাদ। সেই মুর্শিবাদাকেই ফোকাস করে পর্যটন উন্নয়নে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পর্যটন দফতরের। সেই লক্ষ্যেই প্রথম ধাপে বেছে নেওয়া হল মুর্শিদাবাদের অন্যতম পর্যটন কেন্দ্র মতিঝিলকে।

মতিঝিলকে ঢেলে সাজাতে উদ্যোগ নিচ্ছে রাজ্য পর্যটন দফতর। সেই লক্ষ্যেই হয়ে গেল মতিঝিল হস্তান্তর প্রক্রিয়া। দায়িত্ব নিল রাজ্যে পর্যটন দফতর।


বুধবার বহরমপুর সার্কিট হাউসে ওই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পর্যটন দফতরের সচিব নন্দিনী চক্রবর্তীর হাতে মতিঝিল হস্তান্তরের চুক্তিপত্র তুলে দেন জেলাশাসক শরদ দ্বিবেদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন উন্নয়ন দফতরের ম্য়ানেজিং ডিরেক্টর।

এদিন এক সাংবাদিক বৈঠকে পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী জানান, ডিজিটাল মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করা, সার্কিট ট্যুরিজমে জোর দেওয়া, ভাগীরথী নদীর তীরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা-সহ একাধিক লক্ষ্য রয়েছে সরকারের।সব মিলিয়ে ঢোলে সাজানো হবে মতিঝিলকে।

No comments

Powered by Blogger.