Header Ads

খাদ্য দপ্তরে অ্যাডিশনাল DEO পদে চাকরি- অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

 

 খাদ্য দপ্তরে অ্যাডিশনাল DEO পদে চাকরি- অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন


 খাদ্য দপ্তরে অ্যাডিশনাল DEO পদে চাকরি- অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন  খাদ্য দপ্তরের (F&S) মাধ্যমে বীরভূম জেলায় অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর পদে লোক নিয়োগ চলছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি করা হবে।

 

   আবেদন করার আগে শুন্যপদ কয়টি আছে, মাসিক বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং ঠিক কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি নিয়োগ সংক্রান্ত তথ্য জেনে নিন।  

 

 নোটিশ মেমো নম্বরঃ  1508/SURI/ II 

 

 নোটিশ প্রকাশের তারিখঃ  18.11.2021 

 

 পদের নামঃ  অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর (Additional Data Entry Operator)

  বেতনঃ  মাসিক বেতন 13,000 টাকা করে দেওয়া হবে।   

বয়সসীমাঃ  আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে।

 

   শিক্ষাগত যোগ্যতাঃ  যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশ হতে হবে। সেইসঙ্গে ১ বছরের কম্পিউটার কোর্স করা থাকতে হবে।  

 

 শুন্যপদঃ  1 

 

  নিয়োগ প্রক্রিয়াঃ  লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 

 

  নিয়োগের স্থানঃ  Suri-II Development Block, Purandarpur, Birbhum.   নিয়োগের ধরনঃ  কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। 

 

  আবেদন পদ্ধতিঃ  অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিচের পেজ থেকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করা হলে আবেদনকারীকে তার তথ্য দিয়ে আবেদন করার ফর্মটি পূরন করতে হবে। তারপর বেশ কিছু দরকারি ডকুমেন্ট ফর্মের সাথে জুড়ে দিয়ে খামে ভরে বীরভূম জেলার সিউড়ি-II ব্লকের ড্রপ বক্সে জমা করে আসতে হবে।  

 

 আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট জমা দিতে হবেঃ  (1) একটি বায়োডাটা (পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে)  (2) মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)  (3) গ্র্যাজুয়েশনের মার্কশীট অথবা সার্টিফিকেটের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)  (4) কম্পিউটার সার্টিফিকেটের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)  (5) আঁধার কার্ডের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)  (6) ভোটার কার্ডের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড) 

 গুরুত্বপূর্ণ তারিখনোটিশ প্রকাশ 18.11.2021আবেদন শুরু 18.11.2021আবেদন শেষ 24.11.2021লিখিত পরীক্ষা 29.11.2021ইন্টারভিউ 30.11.20


21  বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।    

No comments

Powered by Blogger.