Header Ads

আর্মিতে গ্রুপ-C এবং গ্রুপ-D স্থায়ী পোষ্টে নিয়োগ

 

আর্মিতে গ্রুপ-C এবং গ্রুপ-D স্থায়ী পোষ্টে নিয়োগ |মাধ্যমিক পাশ করলেই। 


ভারতীয় সেনাবাহিনীর ইন্ডিয়ান আর্মির অনেকগুলি পোষ্টে গ্রুপ-C এবং গ্রুপ-D নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ন্যুনতম মাধ্যমিক পাশ এবং আরো বেশ কিছু যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা ইন্ডিয়ার আর্মির গ্রুপ-C অথবা গ্রুপ-D পদে চাকরি করতে ইচ্ছুক তারা অফলাইনে আবেদন করতে পারবেন। এটি অল ইন্ডিয়া জব ভ্যাকান্সি তাই আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থীরাও আবেদন করতে পারবে।

আর্মির অফিশিয়াল নোটিশ নাম্বার DAVP 10628/11/0001/2122
এই ফরমটি সম্পন্ন অফলাইনে আবেদন করতে হবে।।

এবার যে 18 টি পোষ্ট রয়েছে সেই আঠারোটি পোষ্টের গ্রুপ সি এবং গ্রুপ ডি সমস্ত তথ্য ব্যাখ্যা করে নিচে দেওয়া হইলো।

সমস্ত পোষ্টের বেতন লেভেল 2 অনুযায়ী প্রতিমাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

১।  cook special শূন্যপদ ১২টি।
শিক্ষাগত যোগ্যতা  মাধ্যমিক পাস করতে হবে এবং ভারতীয় সমস্ত ধরনের খাবার জানতে হবে।

২।cook it শূন্যবাদ ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করতে হবে এবং ভারতীয় সমস্ত ধরনের খাবার জানতে হবে।

৩।  MT driver শূন্য পদ ১০টি।
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে সেই সাথে সাথে হালকা এবং ভারী ধরনের গাড়ি চালানো জানতে হবে।

৪।boot maker /boot repair শূন্যপদ ১ টি।
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে সেই সাথে বুট লেদার ইত্যাদি সেলাই করা জানতে হবে।

৫। ldc শূন্য পদ ৩টি।
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে  সেই সাথে সাথে কম্পিউটারে মিনিটে 35 টি শব্দ টাইপ করা জানতে হবে।

৬। Masalchi শূন্য পদ ২টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং মাসালচি কাজের জ্ঞান থাকতে হবে সেইসাথে এক বছরের কাজের অভিজ্ঞতা।

৭। Waiter শূন্য পদ ১১টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা।

৮।Fatigueman শূন্য পদ ২১টি
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে, সেইসাথে উক্ত কাজের জ্ঞান থাকা আবশ্যক।

৯।MTS (Safaiwala) শূন্য পদ ২৬টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং উক্ত ট্রেডের কাজের ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১০। Groundman শূন্য পদ  ৪৬ টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। সেইসাথে গ্রাউন্ডম্যানের কাজের দক্ষতা থাকতে হবে।

১১। GC Orderly  শূন্য পদ ৩৩টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

১২। MTS (Chowkidar) শূন্য পদ ৪টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। উক্ত কাজের বা ট্রেডের ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা।

১৩।Groom শূন্য পদ ৭টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং উক্ত কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

১৪। Barber শূন্য পদ ২টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

১৫।Equipment Repair শূন্য পদ ১টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। বুট, লেদার ইত্যাদি রিপেয়ার করা জানতে হবে।

১৬। Bicycle Repair  শূন্য পদ ৩টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে দুই বছরের কাজের অভিজ্ঞতা।

১৭।MTS (Messenger) শূন্য পদ ২টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ এবং উক্ত ট্রেডের কাজের দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

১৮।Laboratory Attendant শূন্য পদ ১টি
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস

কোন পোষ্টের জন্য কত বয়স লাগবে ভালভাবে দেখে নাও
MT Driver (OG), Lab Attendant এবং GC Orderly পোষ্টের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18-27 বছরের মধ্যে হতে হবে। বাকী পোষ্ট গুলির ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে।


লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে তবে কিছু পোস্ট এর ক্ষেত্রে স্কিল টেস্ট করা হবে

পরীক্ষায় কেমন প্রশ্ন থাকবে কত নাম্বারের পরীক্ষা হবে কতক্ষণ সময় থাকবে সব এই ছবিতে দেখানো হইল।

 
কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি নিচে লেখা রইল  Step-1 অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে।  Step-2 অফিসিয়াল নোটিশের ৬ নম্বর পেজে আবেদন করার জন্য যে ফর্ম দেওয়া আছে সেটি A4 পেজে প্রিন্ট করতে হবে।     Step-3 আবেদন করার ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।  Step-4 ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।  Step-5 আবেদনপত্রটি একটি Envelope অর্থাৎ খামে ভরতে হবে।  Step-6 আবেদনপত্রের ঐ খামটি একটি ঠিকানায় স্পীড পোষ্ট অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
 
  আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ  Comdt, Indian Military Academy, Dehradun.  
 
আবেদনের সময়সীমাঃ  03.12.2021 তারিখ অবধি আবেদন করা যাবে। 
 আবেদন ফিঃ  ৫০ টাকা  
 
উপরে যে সমস্ত তথ্য গুলি দেওয়া রয়েছে সেগুলি অফিশিয়াল নোটিশ দেখে দেওয়া হয়েছে।।

No comments

Powered by Blogger.