Header Ads

৬০ টাকাতেই মিলবে পেট্রোল ডিজেল

 ৬০ টাকাতেই মিলবে পেট্রোল ডিজেল

 
  দীপাবলির আগে কেন্দ্র সরকারের তরফ থেকে পেট্রোল ও ডিজেলের উপর যথাক্রমে ৫ টাকা ও ১০ টাকা কর ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। কেন্দ্র সরকারের এই পদক্ষেপের পর আবার বেশ কিছু রাজ্য আলাদা করে ছাড় ঘোষণা করে। যার পড়ে অনেকটাই কমে পেট্রোল-ডিজেলের (Petrol Diesel) দাম।


তবে যে পরিমাণে দাম বেড়েছিল সেই জায়গায় এই সামান্য মূল্য হ্রাস পাওয়া খুব একটা স্বস্তি এনে দিতে পারেনি আমজনতাকে। কারণ এখনও বহু রাজ্য রয়েছে যেগুলিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকার বেশি। এমত অবস্থায় কেন্দ্র সরকার এক বিশেষ পরিকল্পনার দিকে এগোচ্ছে। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলেই গাড়ির ইন্ধনে খরচ হবে লিটার প্রতি ৬০ টাকা।


কেন্দ্রের এই বিশেষ পরিকল্পনা অনুযায়ী চলছে এথনাল ব্লেন্ডিং (Ethanol Bending)-এর কাজ। সরকারের তরফ থেকে জ্বালানির এই মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে এই ফ্লেক্স ফুয়েল (Flex Fuel) দ্রুত পেশ করতে চলেছে। বলা হচ্ছে এর ফলে জ্বালানির দাম অনেকটাই কমে যাবে এবং তার দাম দাঁড়াতে পারে লিটার প্রতি মাত্র ৬০ টাকা।



ইতিমধ্যেই এই ফ্লেক্স ফুয়েলের (Flex Fuel) বিষয়ে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি চুক্তি তৈরি করে ফেলেছেন। চুক্তির আগে তিনি জানিয়েছিলেন, কেন্দ্র পেট্রোল ও ডিজেলের প্রতি নির্ভরতা কমাতে বিকল্প উপায় খুঁজে বের করেছে। সরকার আগামী কয়েক মাসের মধ্যেই ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন বাধ্যতামূলক করতে চলেছে। এই নিয়ম প্রতিটি যানবাহনের ক্ষেত্রেই লাগু হবে। ইতিমধ্যেই অটোমোবাইল কোম্পানিগুলিকে আদেশ দেওয়া হয়েছে তাদের যানবাহনে জানো এই ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন ব্যবহার করা হয়।



ফ্লেক্স ফুয়েল হলো গ্যাসোলিন আর মেনথল বা এথানলের সংমিশ্রণে তৈরি বিকল্প জ্বালানি। অন্যদিকে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন হল মূলরূপে একটি স্টান্ডার্ড পেট্রোল ইঞ্জিনই। তবে এতে কিছু অতিরিক্ত কম্পোনেন্ট থাকে, যা একের বেশি জ্বালানির মাধ্যমে চালানো যায়। এই ইঞ্জিন ইলেকট্রিক্যাল ভেহিকলের তুলনায় কম বিনিয়োগে তৈরি হয়।





No comments

Powered by Blogger.